বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

কলাপাড়ায় ৪ বখাটের বিরুদ্ধে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
কলাপাড়ায় ৪ বখাটের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে চার বখাটের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। সোমবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেন।

অভিযুক্তরা হলো- মো. সরোয়ার হোসেন (২০), নোমান (২০), হাসান গাজী (২১) ও নাজমুল (২০)। তাদের সবার বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, নীলগঞ্জের দৌলতপুর সালেহিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাহেরপুর গ্রামের টিলারের কাছে চার বখাটে তার গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে