বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

প ঙ্‌ ক্তি মা লা

  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
প ঙ্‌ ক্তি মা লা

সোনালি ধান

আজহারুল ইসলাম আল আজাদ

সোনালী ধানের শীষে হেমন্তের সোনাঝরা হাসি

উঠানময় সোনা হাসে রোদ পড়ে রাশি রাশি।

এখন ব্যস্ত চাষি সোনার ধানে ভরবে গোলা,

ধান কাটা আনা লোকারণ্যে ভরছে দোলা।

ঝাড়ু লয়ে ছুটে বধূ উঠান করতে পরিষ্কার।

ধান গোছাতে ব্যস্ত ডালি কুলো হাতে তার।

ভুলে আহারের কথা,কাজে দিন হয় গত,

ক্ষুধায় কাঁদে শিশু ধানের কাছে সে অনাহত।

কাজ শেষে মাতা শিশুরে লয় কোলে তুলে,

দিনের সব খাটুনি তার মুখ চেয়ে যায় ভুলে।

বাংলার মাটি জল বায়ুর তুলনা হয়নি কারো সাথে

সোনার ধানে ভরছে গোলা,বাঙালি মোরা মাছে ভাতে।

ভালোবাসা বলে

মো. মোশফিকুর রহমান

মাঝে মাঝে অস্তিত্ব সংকটে ভোগী

মনে হয় জীবন সংসার সব মিছে মায়া,

যদি আবারও ফিরে যাওয়া যেত একাকিত্বে

যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই।

যদি আবারও ফিরে পাওয়া যেত

কৈশোরে ফেলে আসা সেই স্বর্ণালি দিনগুলো,

তবে ভুলেও আর বলতাম না কখনো কাউকে

বড্ড বেশি ভালোবাসি।

তোমাকে পেয়েই তো বুঝেছি ভালো বাসতে নেই

ভালোবাসা বলে কোনো শব্দ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে