পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি সোমবার আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত বছরব্যাপী কর্মসূচি পালনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীনের নেতৃত্বে প্রতিনিধি দল আইজিপির কাছে যাবেন বলে জানান শায়রুল।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার সোমবার রাতে জানান, এখন পর্যন্ত তারা দেখা করার সময় পাননি। তবে সকালে হয়তো পাওয়া যাবে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd