বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়শিতে ধরা পড়ল ৪৩ কেজির বস্ন্যাক কার্প

যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

কুমিলস্না নগরীর ধর্মসাগরে এক ব্যবসায়ীর বড়শিতে ধরা পড়েছে ৪৩ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বস্ন্যাক কার্প মাছ। ওই ব্যবসায়ীর নাম জাহিদুলস্নাহ রিপন। মাছটি ধরার পর তা ধর্মসাগরের পাড়ে রাখা হয়। সেখানে ১০ বছরের এক শিশুর কাছে মাছটি ধরলে দেখা যায় মাছটি লম্বায় শিশুটির সমান।

বৃহস্পতিবার রাত ৯টায় বিশাল এই মাছটি ধরা পড়ে। এসময় মাছটিকে দেখতে শত শত মানুষ ভিড় করেন। গত কয়েক বছরের মধ্যে এতো বড় মাছ ধর্মসাগরে ধরা পড়েনি। বড়শিতে বড় মাছ ধরা পড়ার খবরে রাত সাড়ে ১০টায় মাছটি দেখতে আসেন কুমিলস্না সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় এমপি বাহার বলেন, কুমিলস্না ব্যাংক ও ট্যাংকের শহর। এ শহরে অনেক পুকুর আছে। তবে সবচেয়ে বড় দীঘি হলো ধর্মসাগর। এমন বড় মাছ ধর্মসাগরেই সম্ভব। আমার ধারণা এমন বড় মাছ আরও আছে ধর্মসাগরে।

ব্যবসায়ী জাহিদুলস্নাহ রিপন জানান, বর্তমানে কুমিলস্না ধর্মসাগর দীঘিটি তারা ৩০ অংশীদার মিলে লিজ নিয়ে মাছ চাষ করছেন। প্রায় দিনই বড়শিতে মাছ ধরেন। বৃহস্পতিবার বিকালে দীঘিতে বড়শি ফেলেন তারা। রাত প্রায় সাড়ে ৮টায় মাছটি বড়শিতে আটকায়। ৪৩ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি পাড়ে তুলতে সময় লাগে আরও ৩০ মিনিট। ধর্মসাগরে এর আগে এতো বড় মাছ আর দেখিনি। নিজের বড়শিতে এতো বড় মাছ ধরতে পেরে খুবই আনন্দিত তিনি।

কুমিলস্না জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, বস্ন্যাক কার্প মাছ আমাদের দেশের নদী ও পুকুরে হয়। বিশেষ করে যেসব পুকুর-দীঘিতে শামুক, ঝিনুক বেশি থাকে সেখানে বস্ন্যাক কার্প মাছ বেশি বড় হয়ে থাকে। ধর্মসাগর দীঘিতে প্রচুর শামুক, ঝিনুক থাকায় এখানে বস্ন্যাক কার্পটি এতো বড় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে