সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তিনি দুনিয়া নিয়ে ভাবেন বাংলাদেশ নিয়ে ভাবেন না

ডক্টর ইউনূস প্রসঙ্গে ওবায়দুল কাদের
যাযাদি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৩, ০০:০০

দেশের জনগণের সুখে-দুঃখে ডক্টর মুহাম্মদ ইউনূসকে কখনও পাওয়া যায়নি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেন। যিনি বাংলাদেশ নিয়ে ভাবেন না, তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ায় হএতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের সুখে-দুঃখে তিনি নেই, আমাদের করোনা মহামারিতে তিনি নেই, ১৫ আগস্টের প্রতিক্রিয়া তার কাছে নেই, ৩ নভেম্বর জেল হত্যাকান্ডে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেন না, তিনি নিশ্চুপ থাকেন ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলায়, বাংলাদেশের এত বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এত প্রাণহানি- আপনি দুনিয়া নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে তো ভাবেন না। বাংলাদেশ নিয়ে যিনি ভাবেন না তাকে নিয়ে আমরা ভাবব কেন?'

ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার দেওয়া খোলা চিঠির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশের কোনো দুর্যোগে তিনি ভাবেননি। যিনি নিজের আইন নিজেই ভাঙেন, ৭০ বছর পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে। সেটা নিয়ে বিএনপি মাতামাতি করছে তাদের লজ্জা থাকা উচিত।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না। সেখানে বিএনপি নির্লজ্জের মতো এটা নিয়ে কথা বলে। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এ দেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না।

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে উলেস্নখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই এ দেশকে বিশ্বের রোল মডেল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্তি সংগ্রামের রোল মডেল।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে