শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২২ মার্চ ২০২৩, ০০:০০

সংসদের সুবর্ণজয়ন্তী

উপলক্ষে ৬ এপ্রিল

বিশেষ অধিবেশন

ম যাযাদি ডেস্ক

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৬ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় বিশেষ অধিবেশনে বসবে জাতীয় সংসদ। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন আর চলতি বছরের দ্বিতীয়। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ এ অধিবেশন বসবে।

এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়ে তা শেষ হয় ৯ ফেব্রম্নয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাস হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের

ঘটনায় আহত ঢাবি

ছাত্রের মৃতু্য

ম যাযাদি ডেস্ক

রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় আহত নুর নবী (২৪) নামে আরও একজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুরে আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিসহ এ বিস্ফোরণে মৃতু্যর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

নুর নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে কুলিয়ারচরে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে