কক্সবাজারের টেকনাফে বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় একশ' দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে আল আজিজ স্টোর নামক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একশ' দোকান পুরোপুরি ও দু'টি আংশিক পুড়ে যায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ সময় দোকানের বেশ কিছু মালামাল লুটপাট করে।
সরেজমিন দেখা গেছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীরা তাদের দোকানের জায়গাগুলোতে এসে খুঁজছেন দোকানের চিহ্ন। পুড়ে যাওয়া দোকানের বিভিন্ন জিনিস সংগ্রহ করে আর্তনাদ করছেন। ব্যবসায়ীদের কান্নায় উপরের বাজারের চারপাশ ভারী হয়ে উঠেছে। বার্মিজ মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও উঠছে কালো ধোঁয়া। পড়ে যাওয়া দোকান থেকে শিশুরা পুড়ে যাওয়া মালামাল কুড়াতে দেখা গেছে।
পুড়ে যাওয়া দোকানদার হাফিজুর রহমান বলেন, 'আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার দোকানে মালামাল সব শেষ। আমি এখন পথে বসেছি।'
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, 'মার্কেটে আগুনে ১০০ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের মতে, বিদু্যতের তার থেকে আগুন লাগে।'