রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কিশোরী অপহরণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
কিশোরী অপহরণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এক যুগ আগে কিশোরী অপহরণের অভিযোগে যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পালিয়ে থাকা জয়নাল আবেদীন বেপারী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র?্যাব। বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র্

যাব-২ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০১১ সালে শরীয়তপুরের নড়িয়া থানার বাংলাবাজারের ইলস্নার বাজার থেকে ১৫ বছরের এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করেন জয়নাল। ওই ঘটনায় কিশোরীর বাবা জয়নাল ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কিশোরীকে নড়িয়া এলাকা থেকে উদ্ধার করলেও জয়নাল পালিয়ে যান।

পরে জয়নালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল জয়নালকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়। সে সময় জয়নালকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। সেই সাজা মাথায় নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিচয় লুকিয়ে এবং কখনো কখনো ছদ্মবেশে পালিয়ে ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে