শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton
গ্রেপ্তার ৩, মাদকের টাকা জোগাড় করতেই চুরি

দিনে চোর, রাতে মাদকসেবী

যাযাদি রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মাদকের টাকা জোগাড় করতেই চুরি করেন তারা। তবে রাতে নয়, দিনে। চুরির মালামাল বিক্রি করা টাকা দিয়ে রাতভর মাদক সেবন করে। এমন তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার চোরদের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

রোববার দিবাগত রাতে ঢাকার মিরপুর ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হচ্ছেন, সবুজ সিকদার (৩১), মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)।

মিরপুর মডেল থানার ওসি মহসীন আলী যায়যায়দিনকে এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের কাছে চুরি করা নগদ টাকা ও চুরি করতে ব্যবহার করা নানা সরঞ্জাম পাওয়া গেছে। তারা পেশাদার চোর। সবুজের বিরুদ্ধে ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি আর আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা আছে। মূলত তাদের চোরের চক্রটি ৫ জনকে নিয়ে গঠিত।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তাররা মূলত মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই তারা চুরি করে। তবে রাতে নয়, তারা চুরি করে দিনে। তাও আবার প্রতিদিন তারা চুরি করে না। মাসে দু'একটি বড় ধরনের চুরি করে। যাতে একটি চুরির ঘটনা ঘটাতে পারলেই পুরো মাসের মাদক কেনার টাকা জোগাড় হয়ে যায়। চুরি করা মালামাল বিক্রির টাকা দিয়ে তারা মাদক সেবন করে। সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত বা কোনো কোনো সময় ভোর পর্যন্ত মাদক সেবন করে। টাকা শেষ হওয়ার আগে তারা কখনোই চুরি করে না। টাকা শেষ হওয়ার সময় হলেই তারা নতুন করে চুরির পরিকল্পনা করে। এ ধরনের অন্তত ৫০টি বড় ধরনের চুরির ঘটনা তারা ঘটিয়েছে।

ওসি বলছেন, সবশেষ গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া এলাকার একটি বাসায় চুরি করে। বাসা থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা চুরি করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে চুরি করা টাকার মধ্যে মাত্র ৪৫ হাজার টাকা পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে