বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ঢাকা মহানগর নির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার রাজউক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদ্য সাবেক সভাপতি হেদায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল হাই মোলস্না, শরীফ আবুল খায়ের। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাসার শরীফ এবং মহানগর পরিষদের সভাপতি মো. বাহার উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি