শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছর করে কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছর করে কারাদন্ড

২০১৮ সালে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আড়াই বছর করে কারাদন্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

দন্ডিতরা হলেন- আতাউর রহমান, হেলাল ঢালি, লালন বেপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হযরত আলী, জাকির হোসেন বেপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।

\হরোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদন্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে ভাটারা থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে