২০১৮ সালে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আড়াই বছর করে কারাদন্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
দন্ডিতরা হলেন- আতাউর রহমান, হেলাল ঢালি, লালন বেপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হযরত আলী, জাকির হোসেন বেপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।
\হরোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদন্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে ভাটারা থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।