শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এক ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে দখল করতে পারবে না : তাপস

যাযাদি রিপোর্ট
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এক ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে দখল করতে পারবে না : তাপস

এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার সকালে মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকান বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে চাবি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, 'এই দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সেসব দোকান বুঝে পাননি। দুই যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদাররা ভোগ করে আসছিলেন।'

তিনি আরও বলেন, 'কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে