বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রকৌশলীদের দুর্নাম ঘুচাতে হবে : বিজ্ঞানমন্ত্রী

নতুনধারা
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রকৌশলীদের দুর্নাম ঘুচাতে হবে : বিজ্ঞানমন্ত্রী

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ১৮ এপ্রিল 'সড়ক উন্নয়নের অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা' শীর্ষক এক সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রকৌশলীদের দুর্নীতির বদনাম থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সড়ক-মহাসড়ক ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীরা অনেক অবদান রাখেন, তবে তারা কেন বদনামের ভাগিদার হবেন? মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, তা' সার্থক করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রকৌশলীরা অনেক সাফল্যের স্বাক্ষর রাখছে। পদ্মা সেতু ও রুপপুর প্রকল্পের মতো মেগাপ্রকল্পে বাংলাদেশের প্রকৌশলীরা মেধার স্বাক্ষর রেখেছে। এসব উন্নয়নে সাফল্যের সুনাম থাকলে সততার সুনাম থাকবে না কেন? শুধু প্রকৌশলী নয়, সৎ পিতামাতা হয়ে সন্তানদের লালনপালন করতে হবে এবং আদর্শবান করে গড়ে তুলতে হবে।

সেমিনারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে সড়ক ও জনপথ বিভাগের ৪০ জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে