শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
খাবার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের

লু'র বক্তব্যের পর ফখরুলের কথার কোনো মূল্য নেই

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
লু'র বক্তব্যের পর ফখরুলের কথার কোনো মূল্য নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -ফোকাস বাংলা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র 'আগের অবস্থানেই রয়েছে' বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে মন্তব্যের কোনো 'প্রয়োজন দেখছেন না' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি প্রশ্ন রেখে বলেছেন, 'মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু'র বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই।'

1

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অংশগ্রহণমূলক নির্বাচন করতে যুক্তরাষ্ট্রের চাপ ছিল। সেসময় রাজনৈতিক দলগুলোকে গ্রহণযোগ্য নির্বাচন নিতে 'ভিসা নীতি' প্রয়োগের ঘোষণা দিয়েছিল দেশটি। এ নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়েও উত্তেজনা তৈরি হয়। তখন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

যুক্তরাষ্ট্র সেই 'উত্তেজনা ভুলে' সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে নির্বাচনের পাঁচ মাস পর ঢাকা সফরে এসে বলেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছান তিনি। বুধবার সচিবালয়ে লুর সঙ্গে বৈঠকের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, 'আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, অতীতের কোনো বিষয় নিয়ে কথা হয়নি।'

এ দিন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর লু বলেন, দুই দেশের মধ্যে যে 'উত্তেজনা' তৈরি হয়েছিল, তা ভুলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। আর লু সফরের মধ্যেই বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, 'বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে।'

ফখরুল বলেন, 'আবার ডোনাল্ড লু...আমি জানি না, আপনারা (গণমাধ্যম) তাদের কী অবস্থান ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি, প্রকৃতপক্ষে তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেননি, তার চেয়ে অনেক বেশি লিখেছে। এটাতে প্রমাণিত হয় যে, তারা এতটুকুও খুশি না এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে।'

বিএনপি মহাসচিবের এ বক্তব্যের বিষয়ে তেজগাঁওয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এখান থেকেই (ডোনাল্ড লুর বক্তব্য) প্রশ্নের উত্তর বের করুন। আমি নতুন কোনো উত্তর দিতে চাই না। যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা বলেছেন, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাজ্যের একজন সহকারী মন্ত্রী। তিনি যেকথা বলেছেন এরপরে মির্জা ফখরুলের যে বক্তব্য এর কোনো মূল্য নেই।'

শেখ হাসিনার সততা বিশ্বে প্রশংসনীয়

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারাবিশ্বে আজ প্রশংসনীয়।'

ওবায়দুল কাদের বলেন, 'গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিবিদের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোনো মিল নেই।'

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন দাবি করে তিনি বলেন, 'শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে। মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে। পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। যারা এসব অস্বীকার করে তারা দিনের আলোতে অন্ধকার দেখে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা।'

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এতিমখানার শিক্ষার্থীসহ মহানগরের অন্যান্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে