শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
আলোচনা সভায় দলের নেতাকর্মীদের ফখরুল

কেউ করে দিয়ে যাবে না নিজেদেরই করতে হবে

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
কেউ করে দিয়ে যাবে না নিজেদেরই করতে হবে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ' দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন -যাযাদি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, 'আজকে আমাদের স্বার্থে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদের নিজেদের সেটা করতে হবে। বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।'

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবসে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

1

গঙ্গা নদীর ওপর ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা ভাসানী রাজশাহী থেকে লং মার্চ করেছিলেন। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, 'গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি; আমরা সব রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এজন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, আমাদের অনেককে নিপীড়ন-নির্যাতন সহ্য করতে হচ্ছে।'

আন্দোলন ও ঐক্যে বিকল্প পথ নেই মন্তব্য করে ফখরুল বলেন, 'বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই, তার যে উন্নয়ন আকাঙ্ক্ষা, তার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা, তা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই 'ভয়াবহ দানবীয় যে সরকার', তাদেরকে সরাতে হবে; যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের 'যে প্রভুত্ব', সেটা মেনে নিয়ে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করা।'

'ভারতের প্রতি সরকার নতজানু' অভিযোগ করে বিএনপি নেতা 'শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে তারা (ভারত) সব সময়ই গড়িমসি করেছে, এই সমস্যার সমাধান করেনি, করছে না।'

তিনি বলেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে 'এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থায় আছে'- এই করে করে সরকার সময় পার করেছে। এই যে ব্যর্থতা, এর মূল কারণ হচ্ছে যে, সরকার পুরোপুরিভাবে একটা 'নতজানু'। তারা কখনই জনগণের স্বার্থে যে একটা স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ড নিতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে কারণ তারা (সরকার) তাদের (ভারত) কাছে অত্যন্ত দুর্বল।'

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'কেউ কেউ মনে করেন যে, শেখ হাসিনাকে পাঁচ বছর কেউ কিছু করতে পারবে না, আবার কেউ কেউ বলেন, যতদিন জীবিত আছেন তাকে নড়াতে পারবেন না। কিন্তু আমি দেখি সরকার এমনিই নড়ছে। কারণ, রিজার্ভ নেই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে।'

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে 'জিতেছেন না হেরেছেন', সেই বির্তক বাদ দিয়ে মান্না বলেন, 'মানুষ এখন আমাদের পক্ষে আছে।'

বাংলাদেশের বিপস্নবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলির নিন্দা জানিয়ে বলেন, 'প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে 'অসম সম্পর্কের' দায় শোধ করতে হচ্ছে। স্বদেশি হত্যা হচ্ছে, তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় না। আমার এখানে লাশ ফেরত পাব কিনা এটার জন্য পতাকা বৈঠক হয় এটা খুব লজ্জার, দুঃখের এবং অপমানের।'

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'সার্বভৌমত্বের দিক থেকে আমরা 'দাসত্বের' কবলে পড়েছি, আমাদেরকে নতুন করে আন্দোলন করতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।'

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উলস্নাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।

'লুটপাটের খবর বের হতে শুরু করেছে'

এদিকে, বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর এলাকায় চলমান উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, 'ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে একটি লুটপাটের স্বর্গ দেশ বানাতে চাচ্ছে। আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা দেশ থেকে হাজারও কোটি পাচার করেছে। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি ৩৯৩টি বাড়ির খবর পাওয়া গেছে। ৬৪১টি সম্পত্তির খবর ছাপা হয়েছে পত্রিকায়।'

দুবাইয়ে এসব সম্পদের মালিক কারা প্রশ্ন রেখে রিজভী বলেন, 'ব্যাংক লুটপাট করেছে, ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে এই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর, এক বের হতে শুরু করেছে।'

চারদিক থেকে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, 'এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য আর্থিক ও সামাজিক খাত লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে। লুটপাটের কারণে ?ব্যাংকগুলো ধসে গেছে।'

সরকার দলের মন্ত্রী-এমপিদের নামে ব্যাংক দিয়েছে উলেস্নখ করে তিনি বলেন, 'তারাইতো সব লুট করে ফেলছে। এখন সরকার ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদকে লুটপাট করে পাচার করছে।'

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে