শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ডিএনসিসির রাজস্ব

বিভাগ শনিবার

1

খোলা থাকবে

ম যাযাদি রিপোর্ট

ট্রেড লাইসেন্স ইসু্য, নবায়ন, হোল্ডিং ট্যাক্স এবং ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের ভাড়া পরিশোধের সুবিধার্থে আগামী ৩০ জুন পর্যন্ত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবারে খোলা থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এক অফিস আদেশ জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সচিব জানান, কার্যদিবস ছাড়াও সরকারি সাপ্তাহিক ছুটির দিন ডিএনসিসির ১০টি অঞ্চলের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব বিভাগ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। রাজস্ব বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি মঞ্জুর করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চিঠি সংশ্লিষ্ট সবার কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

রাজধানীতে চলন্ত

ট্রেন থেকে পড়ে

শিশুর মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের এক অজ্ঞাত শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত সোয়া ১২টা দিকে বনানী মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের ওই শিশুর মৃতু্য হয়। নিহত শিশুর পরনে ছিল লাল-সাদা রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল। সে ভবঘুরে ভাসমান শিশু হতে পারে বলেও জানান তিনি।

বস্নগার নাজিম হত্যায়

অভিযোগ গঠন

শুনানি ২৪ জুন

ম যাযাদি ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্র বস্নগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন 'আনসার আল ইসলাম'র সামরিক শাখার প্রধান চাকরিচু্যত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু করেন। অভিযোগ গঠন শুনানির এক পর্যায়ে আসামিরা তাদের আইনজীবী নেই বলে আদালতকে জানান। এসময় আসামিরা মৌখিকভাবে আইনজীবী নিয়োগের কথা জানিয়ে সময়ের আবেদন করেন। আদালত শেষ বারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৪ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন, আকরাম হোসেন, মো. ওয়ালিউলস্নাহ ওরফে ওলি ওরফে তাহেব ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক, মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ ওরফে তাহের, রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে