বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আইএসপিআর
  ০৪ জুন ২০২৪, ০০:০০
সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সিঙ্গাপুরে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার তিনি দেশে ফেরেন।

সিঙ্গাপুর সফরে সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন সে দেশে অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়ালগের ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪-এ অংশগ্রহণ করেন। এ সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা এবং ঝুঁকিগুলো মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।

1

পাশাপাশি সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন জার্মানির স্টেট মিনিস্টার অব ডিফেন্স এবং বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান গত ৩০ মে সিঙ্গাপুর রওনা হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে