বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পার্বতীপুরে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা একজন গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২১ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:৪১
পার্বতীপুরে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা একজন গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম অহিদুল ইসলাম (৫৮) পিতা-আইয়ুব আলী পার্বতীপুর উপজেলার সাং- উত্তর দরগাপাড়া পলাশবাড়ী ইউনিয়নে।

জানা যায়, হামিদুল ইসলাম হাপার বাড়ি থেকে কয়েক দিন আগে গরু চুরি হয়েছে, গরু চুরির সন্দেহে তার লোকজন দিয়ে নিকটতম আত্মীয় অহিদুল ইসলামকে শুক্রবার সকালে তার বাড়িতে এনে বেদম পিটিয়ে হত্যা করা হয়েছে।

1

এ ঘটনায় শুক্রবার রাতে অহিদুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা দ্বায়ের করেন। শুক্রবার রাতে হামিদুল ইসলাম হাপাকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, শুক্রবার দুপুরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠায়। রাতে আমরা আসামি হামিদুল ইসলাম হাপাকে গ্রেপ্তার করেছি, অন্য আসামিদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে