বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৫:৩৯
কুষ্টিয়ায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং বর্তমান কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবী করে এই কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তি এবং আওয়ামীলীগ পূণর্বাসনসহ নানা কারনে বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়েছে।

1

সেই সাথে এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দিতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে