এই কোরবানির ঈদে হিড়িক পড়েছে সিনেমা মুক্তির। তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক সিনেমা।
এ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ১০টি সিনেমার। সবশেষ গতকাল ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হলো ‘শিরোনাম’ সিনেমার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও ববি হক। সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস।
বছরের শুরুতে জানা গিয়েছিল, থ্রিলার ঘরানার গোলাপ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন নিরব। সেই সিনেমা মুক্তির আগেই ইব্রাহিম হয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনামে নিরব থাকছেন ইব্রাহিম চরিত্রে।
ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা গেল নিরবকে।
সিনেমাটি নিয়ে নিরব বলেন, ‘শিরোনাম-এর গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি।’
নিজের অভিনীত চরিত্রটি নিয়ে নিরব বলেন, ‘আমার চরিত্রের নাম ইব্রাহিম। চরিত্রটি ফুটিয়ে তুলতে যা যা করার প্রয়োজন, তার সবই করেছি। ফার্স্ট লুকে যে বড় চুলে দেখা গেছে, সেটা আমার আসল চুল। চরিত্রটি ফুটিয়ে তুলতে চুল কাটা নিষেধ ছিল। তাই অনেক দিন চুল কাটা হয়নি। ফার্স্ট লুক ছাড়াও এখানে আমাকে আরও কয়েকটি লুকে দেখা যাবে। দর্শকের ভালো লাগবে।’
নিরব ও ববি ছাড়া শিরোনাম সিনেমায় আরও আছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।