বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধানমন্ত্রী ও ছেলের জন্য দোয়া চাইলেন গাজীপুর সিটি মেয়র

গাজীপুর প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রী ও ছেলের জন্য দোয়া চাইলেন গাজীপুর সিটি মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কোটাবিরোধী আন্দোলনে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছেলে জাহাঙ্গীর আলমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

সোমবার দুপুরে নগর ভবনে সহিংসতার আগুনে পোড়া যানবাহন ও ক্ষতিগ্রস্ত স্থাপনা পরির্দশনকালে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। এ সময় সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1

কোটা আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন শেষে মেয়র বলেন, 'আমি ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করেছি। এ ব্যাপারে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরে বিস্তারিত জানাতে পারব। আন্দোলনকালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় আমার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে। আমি তার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।'

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ও গাছা আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সামনে থাকা সিটি করপোরেশনের ময়লাবাহী ছয়টি গাড়ি, ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত দুটি হুইল লোডার, রোলারসহ ১৪টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয় আরও ৮টি যানবাহন। একইদিন দুর্বৃত্তরা গাছা আঞ্চলিক কার্যালয় এবং মেয়র জায়েদা খাতুনের বাসভবনেও হামলা-ভাঙচুর চালায়।

দুর্বৃত্তরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভবনের সামনে থাকা গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের পাশাপাশি টঙ্গীর ডেসকো বিদু্যৎ সাবস্টেশনের মালামাল পুড়িয়ে দেয়।

এদিকে মহানগর এলাকায় ভাঙচুর ও নাশকতার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন তিনটি তদন্ত কমিটি করেছে জানিয়ে সচিব আব্দুল হান্নান বলেন, 'গাজীপুর মহানগর এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জুলাই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে টঙ্গী আঞ্চলিক কার্যালয় ও গাছা আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তাদের প্রধান করে দুটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য করে গঠিত এই দুটি কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'

তিনি জানান, অন্য একটি কমিটি করা হয়েছে সার্বিক বিষয়ের তদন্তে। ৯ সদস্যের এই কমিটির প্রধান সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে। এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে