বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কেআর কলেজ সভাপতিকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৮:২৭
কেআর কলেজ সভাপতিকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাটে অবস্থিত ঐতিহ্যবাহী খলিলুর রহমান ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু-কে সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানমুখী করতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় কলেজের নিজস্ব সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

1

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, “বর্তমান প্রজন্মকে আগামীর জন্য দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে শিক্ষক ও পরিচালনা পর্ষদকে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে কোনো আপস নয়—এটাই আমাদের অঙ্গীকার।” তিনি কলেজের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহীন ও সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে।

সভাটি এক প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবং শিক্ষার উন্নয়নে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে