কুমিল্লা সদর ও চান্দিনা উপজেলায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ মে) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন। আদর্শ সদর উপজেলার কালখড়পাড় মোড় এলাকায় এক ব্যক্তির মরদেহ ডোবার পানিতে ভেসে আছে। শরীর পচে ফুলে গেছে।
পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।
অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। চান্দিনার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া দক্ষিণ বাজার হয়ে জোড়পুকুরিয়া-কাশিমপুর সড়কের সেতু সংলগ্ন কাশিমপুর বেপারীবাড়ি এলাকার খালের পাশে একটি গাছের সাথে সকালে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। আশপাশের লোকজন মরদেহ দেখলেও কেউ নাম-পরিচয় বলতে পারছেন না। এর আগে তাকে কেউ এলাকায় দেখেওনি। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে। কেউ কেউ দাবি করছেন ওই ব্যক্তিকে কেউ হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে। আবার কেউ কেউ বলছেন হয়তো কোন কারণে সে আত্মহত্যা করেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।