গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন রেল ক্রসিং থেকে আরবেলা ফ্যাশন লিঃ গেইট পর্যন্ত রাস্তার বেহাল দশা। শ্রীপুর-বরমী সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট খাট দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে কথা হয় সিএনজি চালক আসিফের সাথে। তিনি বলেন, আমাদের উপজেলার অতি গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ছোট-বড় দূর্ঘটনা এ সড়কের নিত্য সঙ্গী হয়েছে।
কথা হয় ট্রাক চালক শহিদুল্লাহ'র নামের এক ব্যক্তির সাথে। তিনি বলেন, যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও কাপাসিয়া উপজেলাসহ কিশোরগঞ্জ জেলার সাথে রয়েছে সংযুক্ত। এ কারণে প্রতিদিন কয়েক হাজার রিকশা, অটোরিকশাসহ হালকা এবং ভারী যানবাহন চলাচল করে এ সড়কে।
সরেজমিনে কথা হয় অটোরিকশা চালক আলাউদ্দিনের সাথে। তিনি বলেন, এটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে দিন দিন মৃতুফাঁদে পরিণত হয়েছে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে, মালামাল বোঝাইসহ একটা ট্রাক এই ভাঙা অংশ টুকু পার হওয়ার সময় অপর পাশ থেকে আসা যানবাহনকে অপেক্ষা করতে হয়।