সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

লংগদু প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

ভারী বৃষ্টির কারণে রাঙ্গামাটির ভূস্বর্গখ্যাত সাজেকের সড়ক পানিতে ডুবে থাকায় প্রায় ৪০০ পর্যটক আটকা পড়েছেন।

শুক্রবার রাতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কের দুটি স্থান ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি জয় ত্রিপুরা বলেন, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব পর্যটক আটকা পড়েছেন। পানি সরে গেলে তারা ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ এক হাজার ৫০০ টাকা

দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, শুক্রবার ৩৪ জন পর্যটক সাজেকে ঘুরতে গেছেন। আগে থেকেই সেখানে আরও সাড়ে তিনশ পর্যটক ছিলেন। সব মিলে প্রায় ৪০০ পর্যটক সেখানে আছেন। খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন।

তিনি আরও বলেন, যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে