বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতাদের শ্রদ্ধা
জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা শনিবার টুঙ্গিপড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন -যাযাদি

শোকাবহ আগস্টের তৃতীয় দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (এমপি) ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ অন্য সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

1

এ সময় জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য শাহানাজ সিদ্দিকী সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলসহ জাতীয় প্রেস ক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে