সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবুল কালাম গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবুল কালাম গ্রেপ্তার

নাটোরের সিংড়া থেকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির মিডিয়া সেলের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিলদহর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

এর আগে, গত ২১ জুলাই রাতে ১৪ জনের নাম উলেস্নখসহ ৮০ বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা করা হয়। এরপর রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আফছারুজ্জামানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ককটেল, মশাল, ইটের টুকরো, বাঁশের লাঠি ও পেট্রল বোমা উদ্ধার দেখানো হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিএনপি নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ছয় দিনে এ মামলায় মোট ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে