বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি নেতা আমিনুল হকের জামিন, খোঁজ নিলেন নেতাকর্মীদের

বিমানবন্দর/দক্ষিণখান প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
বিএনপি নেতা আমিনুল হকের জামিন, খোঁজ নিলেন নেতাকর্মীদের

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ক্রীড়া-বিষয়ক সম্পাদক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকালে তিনি করামুক্ত হন। এ সময় বিএনপির উত্তরের সর্বস্তরের নেতাকর্মীরা কারাগারের ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহত ও আহতদের খোঁজখবর নেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি থানা পরিদর্শন করেন।

1

রাজধানীর বাড্ডা থানা, ভাটারা থানা, উল্টরা পূর্ব থানা পরিদর্শন শেষে আমিনুল হক উপস্থিত নেতাকর্মী এবং ছাত্র-জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশ- কোনো অবস্থাতেই দেশের সম্পদ বিনষ্ট করা যাবে না। প্রয়োজনে পাহারা দিয়ে রাখতে হবে, যেন দুষ্কৃতকারীরা অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে। আওয়ামী লীগের অনেক দুষ্কৃতকারী নানাভাবে দেশে বিশৃঙ্খলা করার পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে পুড়ে যাওয়া থানাগুলো চারদিকে ব্যারিকেড দিয়ে পরিষ্কার করে যাচ্ছে স্কাউট এবং ছাত্রছাত্রীদের একটি অংশ। তাদের জনসেবামূলক কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানান আমিনুল হক। এ সময় আমিনুল হকের সঙ্গে ছিলেন- আনোয়ারুজ্জামান, এম সামসুল হক, এবিএম রাজ্জাক, তুহিন, সালাম সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে