বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

কুমিলস্নায় মা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুমিলস্নায় মা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

কুমিলস্নার হোমনায় বাড়ির একটি কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বড় ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন শাহ পরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫) ও ছেলে সাহাব উদ্দিন (০৯) ও শাহ পরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার (১৪)।

বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. শাহ পরান রাজধানী ঢাকায় চাকরি করেন। গতকাল রাতে তার স্ত্রী-ছেলে ও মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় তাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একে একে তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশী বলেন, বৃহস্পতিবার সকালে একই কক্ষে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। তাদের সবার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ বলতে পারছেন না কেউ।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে