বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ইআরবিতে ট্র্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী

  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
ইআরবিতে ট্র্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী
ইআরবিতে ট্র্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) নতুন ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনের আলোকে গতকাল বৃহস্পতিবার তিনি যোগ দেন। নবনিযুক্ত ট্রেজারারকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বরণ করে নেন।

এ সময় নবনিযুক্ত ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, 'ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত।' তিনি মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে বলেন, 'সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রেখে আধুনিক, যুগোপযোগী, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানসম্মত শিক্ষা ব্যবস্থার আলোকে একটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে মেধা ও পরিশ্রমের সমন্বয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।'

এরপর জুলাই বিপস্নবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রম্নত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে