বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিমান বাহিনী প্রধানের চীন গমন

  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বিমান বাহিনী প্রধানের চীন গমন
বিমান বাহিনী প্রধানের চীন গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শুক্রবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর দেশটি সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিতব্য ্তুঞযব ১৫:য ঈযরহধ ওহঃবৎহধঃরড়হধষ আরধঃরড়হ ধহফ অবৎড়ংঢ়ধপব ঊীযরনরঃরড়হ (তযঁযধর অরৎংযড়)ি্থ ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশ নেবেন। এ ছাড়া তিনি ঈযরহবংব চখঅ অরৎ ঋড়ৎপব-এর বিভিন্ন ইউনিট ও কলেজ এবং ঈযরহধ ঘধঃরড়হধষ অবৎড়-ঞবপযহড়ষড়মু ওসঢ়ড়ৎঃ ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ (ঈঅঞওঈ) ঐবধফয়ঁধৎঃবৎং পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

1

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে