আসন্ন এসএসসি ২০২৫ ব্যাচের জন্য সাইফুরস আয়োজন করতে যাচ্ছে ঝঝঈ রিঃয ঝধরভঁৎং ঊহমষরংয ঈড়হভরফবহপব ঊীধস ঈযধষষবহমব. দেশজুড়ে প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে ইংরেজি পরীক্ষার।
এই প্রতিযোগিতায় ছয় দিনেই এসএসসি ইংরেজির প্রস্তুতি আসবে হাতের মুঠোয়। প্রথম পর্বে সাইফুরস-এর প্রতিটি ব্র্যাঞ্চে অনুষ্ঠিত পরীক্ষায় (চার পর্বে) অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া দ্বিতীয় পর্বের দুটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দেশসেরা তিন বিজয়ীর জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন। দেশসেরা চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীরাও পাবে স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস।
কোনো রেজিস্ট্রেশন ফিস ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি ২৫ ব্যাচের হতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বছরের ৮ জানুয়ারি। সংবাদ বিজ্ঞপ্তি