বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

যাযাদি রিপোর্ট
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল -যাযাদি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানাতে খেলাফত মজলিসের প্রতিনিধিদল গুলশানে এসেছিলেন।

1

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সবারই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

খেলাফত মজলিসের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের।

সরকারের নামে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে জনগণ মানবে না:রিপন

এদিকে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার কতদিন ধরে সংস্কার করতে চায় সেটা তারা জানেন না। কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকতে থাকতে চান, তা মানুষ গ্রহণ করবেন না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন চুন্নুর ২৯তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, 'ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেজন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার।'

সরকারকে ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, "বাংলাদেশের সব সংকট-সমস্যার কারণ নির্বাচন না হওয়া। 'ধানাইপানাই' মার্কা নির্বাচন, নিশি রাতের নির্বাচন, বিনাভোটের নির্বাচন, আমি-ডামি নির্বাচন নয়। আমরা চাই জনগণের সত্যিকার ভোটের নির্বাচন।"

রিপন বলেন, 'মুখে সংস্কারের কথা সরকার বলছে। কিন্তু দৃশ্যমানভাবে সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি, সংস্কারের কথা বলে, সংস্কারের প্রক্রিয়া পাস কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করছেন। নির্বাচন কমিশনে লোক নিয়োগ করেছেন, দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ করেছেন। এসব সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল।'

জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা রেজাবুদ্দৌল চৌধুরী, আবদুল মালেকসহ জিয়া শিশু-কিশোর মেলার নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে