বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অবৈধ আর্থিক বহিঃপ্রবাহ, অলিগার্কের উত্থান, মুষ্টিমেয় লোকের হাতে সম্পদের কেন্দ্রীকরণ, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের দুর্বলতা এবং ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে উলেস্নখযোগ্য চাপ সৃষ্টি করেছে।
বুধবার চট্টগ্রামের রেডিসন বস্নম্ন-তে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি), চট্টগ্রাম শাখা আয়োজিত 'বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন' শীর্ষক দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, 'ছাত্র-নাগরিক বিদ্রোহের মাধ্যমে গঠিত নতুন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রম্নতি দিয়েছে এবং এই নতুন যাত্রায় আইসিএমএবি'র সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।'
অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, এনবিআর-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ, বিএসআরএম গ্রম্নপ এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ এবং আইসিএমএবির প্রেসিডেন্ট ও বিল্ডকন কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনার ও সম্মেলন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহিদ এফসিএমএ তার স্বাগত বক্তব্যে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং সিবিসি চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মো. আবদুর রহমান খান এফসিএমএ জাতীয় কোষাগারের জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততার সাথে প্রসারের উপর জোর দেন। আলী হুসেন আকবর আলী এফসিএ বৈচিত্র্যকরণ, ব্যবসায়িক প্রতিযোগিতা ও পরিবেশগত বিবেচনার পাশাপাশি গ্রাহকের সন্তুষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।
বর্তমান সংকটকালে দক্ষ পেশাদারদের টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে অর্থনীতিকে সহায়তা করার সুযোগ গ্রহণের কথা উলেস্নখ করেন তিনি।
সম্মেলনে আরও দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ "টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার: মুদ্রাস্ফীতি, ঋণ ও রাজস্ব নীতি ব্যবস্থাপনা" শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। সেশনটি পরিচালনা করেন ইনডেক্স গ্রম্নপ অব কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ এফসিএমএ। আলোচক হিসেবে ছিলেন লিভারনগিয়ার লিমিটেডের ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং আলম এম জামান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সিনিয়র পার্টনার ইমতিয়াজ আলম।
এছাড়া সম্মেলনে আইসিএমএবির সদস্য, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।