নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বুধবার গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ব্রহ্মপুত্রের চর এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট উপস্থিত সব নারী-পুরুষের খোঁজখবর নেন ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। কনকনে শীতের মাঝে মানুষ যখন ঘর থেকে বের হতেই দ্বিধাগ্রস্ত সেখানে তিনি ছুটে চলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়। ছিন্নমূল ও খেটে খাওয়া এসব মানুষের মুখে ফুটিয়েছেন অনাবিল হাসি। আইএসপিআর