শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

বেরোবি প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ২০:০৯
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
ছবি : যায়যায়দিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রংপুর শহরের আর কে রোড, দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

1

এবারের কনফারেন্সের থিম হলো- “সোশ্যাল সায়েন্স টুডে এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস এন্ড অপারচুনিটিস।” দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ১২টি সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের ১২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, দুই দিনের এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানের বাস্তবধর্মী ও জটিল বিভিন্ন তত্ত্ব এবং ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের নতুন নতুন জ্ঞান ও ধারণা সৃষ্টি হয়েছে । যেগুলিকে কাজে লাগিয়ে উত্তর জনপদের পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উপাচার্য উত্তরাঞ্চল তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে গবেষণার গ্লোবাল হাব হিসেবে বাস্তবায়নে গবেষকদের এগিয়ে আসার আহবান জানান। যৌথ গবেষণা প্রজেক্ট, যৌথ প্রকাশনা এবং অন্যান্য সুযোগ বৃদ্ধির জন্য স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষকদের কোলাবোরেশন বৃদ্ধিরও আহবান জানান তিনি। সবশেষে বেরোবি উপাচার্য জুলাই বিপ্লবে আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস এন্ড এনভায়রনমেন্ট এর নির্বাহী পরিচালক ড. পরেশ খারেল। ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস এর আহবায়ক বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে