জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় কমেছে ইউনিট সংখ্যা। এর আগে ১০ টি আলাদা ইউনিট এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা কমিয়ে ৭ ইউনিট করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ডেপুটি (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
এবার ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে সঙ্গে যুক্ত হয়েছে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। একইসঙ্গে সি ইউনিটের অন্তর্ভুক্ত কলা অনুষদের সঙ্গে যুক্ত হয়েছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদ। ফলে এ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা এবং সি ইউনিটের অধীনে কলা ও মানবিকী, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি এবং আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় অপরিবর্তিত থাকবে।
ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবেচনায় ভর্তি পরীক্ষার ইউনিট সংখ্যা ১০টি থেকে ৭টি করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফী কমিয়ে আনা হবে।'
তিনি আরও বলেন, 'প্রাথমিক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে থাকলেও তা ৩ জানুয়ারি থেকে পুনঃনির্ধারণ করা হয়েছে।'
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ২১ জানুয়ারি রাত ১২টায় শেষ হবে, বর্তমানে তা ৩ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ০৯ ফেব্রম্নয়ারি থেকে ১৯ ফেব্রম্নয়ারি। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা, ই ইউনিটের জন্য ৭৫০ টাকা, সি-১, এফ, জি ও এইচ ইউনিটের জন্য ৬০০ টাকা এবং আই ইউনিটের জন্য ৫০০ আবেদন ফি নির্ধারণ করা হলেও তা কমানোর সিদ্ধান্ত হয়েছে।