বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে ডেইলি পোস্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আল ইহসানের বিরুদ্ধে রাজধানীর একটি আদালতে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

1

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ প্রকাশিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিবাদ দিতে পারেন। প্রতিবাদ ছাপা না হলে প্রেস কাউন্সলে প্রতিকার চাওয়ার বিধানকে অনুসরণ না করে সংবাদ মাধ্যম, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, সত্য প্রকাশ করলেই নানাভাবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ সত্য সংবাদ পরিবেশনে দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ।

এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না বলেও বিবৃতিতে উলেস্নখ করা হয়। অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরেন ১৮ ও ২৪ তারিখে ডেইলি পোস্টে উযধশধ ঈড়ঃঃড়হ বাধফবং :ধী ফবংঢ়রঃব পড়ষষবপঃরহম ভৎড়স ংঃধভভ এবং উযধশধ পড়ঃঃড়হ সরষষ ধহড়সধষু: অ ষড়ঃ ড়ভ ধষষবমধঃরড়হং ধমধরহংঃ ঝযবরশয ঝধসরঁষ ওংষধস শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ দুটি প্রকাশের জেরে ওই বছরের ১৩ নভেম্বর প্রতিবেদককে কোনো ধরনের নোটিশ ছাড়াই চীফ ম্যাজিস্ট্রেট আদালত-১৫ তে ৫০০/৫০১ ধারায় একটি মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার তদন্তাধীন মামলাটির নাম্বার ১৭৮৫/২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে