বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী প্রতিনিধিরা বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তিনি তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং তাদের জন্য একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন।
উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী যেকোনো তৃতীয় লিঙ্গের নাগরিকেরা মর্যাদার সঙ্গে এবং বাধাহীন পরিবেশে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে বৈষম্যহীনতা, নিরাপত্তা ও সমানাধিকার প্রতিষ্ঠায় বাউবি কর্তৃপক্ষ প্রতিশ্রম্নতিবদ্ধ।'
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস তার বক্তব্যে দেশের উন্নয়নে সকল লিঙ্গের জনগণকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টি এম আহমেদ হুসেইন, মিডিয়া সেন্টারের যুগ্ম পরিচালক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতী আহমেদ চেয়ারপারসন, সুস্থ জীবন, জোনাকি জোনাক- জেন্ডার ফোকাল, সুস্থ জীবন, জয়া সিকদার সভাপতি, সম্পুর্না, এস শ্রাবন্তি ঈঊঙ, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, রবিউল ইসলাম সভাপতি, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, সান্তনা, কমিউনিটি অর্গানাইজার, সম্পূর্ণা। সংবাদ বিজ্ঞপ্তি