বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শহীদদের প্রত্যাশা পূরণ না হলে বিপস্নব হাতছাড়া হয়ে যাবে -ফাওজুল কবির

যাযাদি ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
শহীদদের প্রত্যাশা পূরণ না হলে বিপস্নব হাতছাড়া হয়ে যাবে -ফাওজুল কবির

জুলাই গণ-অভু্যত্থানের শহীদদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হলে বিপস্নব হাতছাড়া হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সরকারের বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সিএসই ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

1

উপদেষ্টা বলেন, 'বিপস্নব নানা কারণে হাতছাড়া হয়, মিশরে হয়েছে, তিউনিসিয়ায় হয়েছে। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। শহীদদের যে আকাঙ্‌ক্ষা ছিল তা পূরণ করতে হবে।' এ সময় তিনি জুলাই গণ-অভু্যত্থানে শহীদ হওয়া ইউআইইউ্থর শিক্ষার্থী ইরফান ভূঁইয়াকে স্মরণ করেন।

ফাওজুল কবির বলেন, 'আমি এখনও সময় পেলে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা দেখি, এতে আমার হতাশাবোধ কেটে যায়, নতুন করে কাজের অনুপ্রেরণা পাই। আহতদের অবস্থা দেখলে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। সেজন্য বাইরের জগৎটাকে দেখতে হবে, অনুপ্রেরণা নিতে হবে। জীবনের বড় শিক্ষাগুলো শ্রেণিকক্ষের বাইরে থেকে আসবে, সেজন্য শিখতে হবে, বাইরের দুনিয়াটাকে দেখতে হবে।'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'প্রযুক্তিকে দেশের জন্য প্রাসঙ্গিক এবং মানুষের জন্য কল্যাণকর করতে হবে, বৈশ্বিক মানে উন্নীত করতে কাজ করতে হবে।'

সরকার শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, তার দায়িত্বে থাকা রেলপথ মন্ত্রণালয়ে শিক্ষার্থীরা চাইলে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।

ইউআইইউতে জাতীয় আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ্তুইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এ বস্নকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো এবং প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে।

ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। দেশের ৮০ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভিগের তরুণ শিক্ষার্থীরা ফেস্টে অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে