বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর সদরঘাটে চালানো পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন- মাসুদ ওরফে রবিন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)।

শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

1

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট ভিআইপি গেটের সামনে সদরঘাট পুলিশ ফাঁড়ির টহল টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার ৩ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা আশপাশের রাস্তায় ও নির্জন স্থানে সুযোগ বুঝে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে