গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ জানুয়ারী, ২০২৫ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের -এর নেতৃত্বে মেঢাবিবি-৩-এর আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন বন্ধ করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। অবৈধভাবে গ্যাস লাইন ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২(১) ধারা মোতাবেক ০৫টি পৃথক মামলায় ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশন, রামপুরাকে বিষ্ফোরক আইন, ১৮৮৪ এর ৫(৩)(খ) মোতাবেক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। এসময় বিষ্ফোরক পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলীম ও বিষ্ফোরক পরিদর্শক সানজিদা আক্তার উপস্থিত ছিলেন।
উলেস্নখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২১ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬১টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ১৯,৭১১টি আবাসিকসহ মোট ১৯,৯৬৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৬,৫৩৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি