বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

২০২৩-২৪ অর্থবছরে বেপজাধীন ইপিজেড থেকে প্রত্যক্ষ বিনিয়োগের এসেছে ২৯%

  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
২০২৩-২৪ অর্থবছরে বেপজাধীন ইপিজেড থেকে প্রত্যক্ষ বিনিয়োগের এসেছে ২৯%
২০২৩-২৪ অর্থবছরে বেপজাধীন ইপিজেড থেকে প্রত্যক্ষ বিনিয়োগের এসেছে ২৯%

২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট বিনিয়োগের ২৯% এসেছে বেপজাধীন আটটি ইপিজেড এবং সম্প্রতি উৎপাদন শুরু করা বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সোমবার ঢাকার বেপজা কমপেস্নক্সে আয়োজিত 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, '২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে সারা দেশে বিনিয়োগ ৭১% কমলেও বেপজায় এই কমার হার ২২.৩৩%। পক্ষান্তরে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে বেপজার জোনসমূহ থেকে রপ্তানি বেডেছে ২২.৪১%।

1

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান।

অনুষ্ঠানে বেপজার সার্বিক কার্যক্রম, সাম্প্রতিক সময়ে অর্জিত সাফল্য, জাতীয় অর্থনীতিতে অবদান, ইপিজেডের শ্রম ও পরিবেশবান্ধব পরিবেশ প্রভৃতি বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বেপজার নির্বাহী বোর্ডের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর।

'মিট দ্যা প্রেস'-এ উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হকসহ বেপজার উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আবু সাঈদ মো. আনোয়ার পারভেজ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে