সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত বুধবার জ্বালানি ও খনিজ বিভাগে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী ও জুরাইন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট এক লাখ টাকা অর্থদন্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়। একই দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে জোবিঅ-এনায়েতনগর-কাশীপুরের আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এছাড়া, নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্কের নেতৃত্বে জেলা পুলিশের সহায়তায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এ অভিযানে ৬ টি অবৈধ আবাসিক গ্রাহক ও আবাসিক থেকে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস ব্যবহারের অপরাধে একটি বেকারির হাউজ লাইন অপসারণসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের জন্য গ্রাহককে দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় এক হাজার ছয়শত ফুট পাইপলাইন অপসারণ করা হয়। একই দিনে উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিয়ান পরিচালনা করে গ্রাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার তিতাস গ্যাসের আঞ্চলিক রাজস্ব শাখা- সাভারের আওতাধীন এলাকা জোবিঅ- মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্নকারী টিম প্রেরণ করে মোট ২২ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে