দীর্ঘ দুই মাস ধরে ভোজ্যতেলের সংকট চলছে। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে পণ্যটি নিয়ে অস্থিরতা এখনো কাটেনি। চাহিদার ২০ শতাংশ ভোজ্যতেলও মিলছে না। এই সংকটের মধ্যে সোমবার খাতুনগঞ্জে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। পরিদর্শনে গিয়ে তারা দেখেন 'ভোজ্যতেল উধাও'।
সোমবার দুপুরে বাজার পরিদর্শন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও হওয়ার পেছনে ব্যবসায়ীদের হাত আছে। ব্যবসায়ীরা তেল সরিয়ে রেখেছেন। এজন্য মঙ্গলবার (আজ) তেল উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার-ব্যবসায়ী সবার সঙ্গে বসব। তারা যাতে অবিলম্বে তেল বাজারজাত করে দাম কমিয়ে আনেন এ ব্যাপারে অ্যাকশন পস্ন্যান নেব।'