শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জননেতা ফজলুল কাদের চৌধুরীর ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত

নতুনধারা
  ১৯ জুলাই ২০১৯, ০০:০০
ফজলুল কাদের চৌধুরী

যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৮ জুলাই) জননেতা একেএম ফজলুল কাদের চৌধুরীর ৪৬তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের (ন্যাশনাল এসেম্বলি) স্পিকার, এককালীন অস্থায়ী প্রেসিডেন্ট একেএম ফজলুল কাদের চৌধুরী ১৯১৯ সালের ২৬ মার্চ চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামে পিতা খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরীর ঔরশে ও মাতৃকূল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মহিলা কবি রহিমুন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ এর ১৮ জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রহস্যজনকভাবে মৃতু্যবরণ করেন।

বিংশ শতাব্দীর ত্রিশের দশকে কলকাতা প্রেসিডেন্সি কলেজে স্নাতক শ্রেণির ছাত্রাবস্থায় কারমাইকেল হোস্টেলে ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে তার নেতৃত্বের উন্মেষ ঘটে। পরবর্তীতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নকালীন নিখিল ভারত (অল-ইন্ডিয়া) মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তার নেতৃত্বের বিকাশ ঘটে। নেতাজী সুভাষ বসুর নেতৃত্বে হলওয়েল মনু্যমেন্ট উৎখাত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, ক্রমান্বয়ে মুসলিম লীগের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও মুসলিম স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের দীর্ঘ পথ-পরিক্রমায় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৪৯-এ চট্টগ্রাম জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯৫৪-এর নির্বাচনে এমএলএ নির্বাচিত, ১৯৬২তে তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আটটি মন্ত্রণালয়ের মন্ত্রি পদে এবং ১৯৬৩ ইং সালে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে অধিষ্ঠিত হন। তিনি ক্ষমতায় থাকাকালীন তৎকালীন পূর্ব পাকিস্তানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (চুয়েট), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মেরিন একাডেমি, চট্টগ্রাম মেরিন ফিশারিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেন।

তার ৪৬তম শাহাদৎবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে রাউজান গহিরাস্থ মরহুমের মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করা হয়। বিকাল ৪টায় চট্টগ্রাম শহরস্থ মরহুমের পারিবারিক বাসভবন 'গুডসহিলে' এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। হাটহাজারীস্থ ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ, চট্টগ্রাম, মুসলিম লীগসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। খবর বিজ্ঞপ্তি

শোক

জহিরুল ইসলাম

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর বড় ভাই সমাজসেবক আলহাজ জহিরুল ইসলাম (৫৭) বুধবার সকাল ১১টায় দুপ্তারা গ্রামে তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

বুধবার বাদ আছর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বড় ভাইয়ের বিদেহী আত্মার শান্তির জন্য আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেছেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সৈয়দ মো. আলমগীর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর (৬০) বুধবার রাত পৌনে ৯টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি টানা ৭ বার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃতু্যতে শোক জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58859 and publish = 1 order by id desc limit 3' at line 1