শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শুভ জন্মদিন

আবু হেনা মোস্তফা কামাল
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শুভ জন্মদিন

ফেব্রম্নয়ারির বারো তারিখ,

এমনই এক দিনে-

এই জগতে আসলি হেসে

জগৎ নিল চিনে।

জগৎ ভরা জটিলতা

কঠিন বাস্তবতা,

মনের সাথে অমিল থাকে

মুখের যত কথা।

দুনিয়াটা রঙে ভরা

সং সাজানো রূপ,

লোকে যতই মন্দ বলুক

তুই থাকবি চুপ!

মনের ভেতর শান্তি রাখিস

রাখিস সততা,

সবাই বিলাই-ভদ্র সাজে

নকল হীরক তা।

চোখ কানটা রাখবি খোলা

স্বচ্ছ মনের ঘর,

আপন সুখের ফেরিওয়ালা

সব মানুষই পর।

সত্য বচন স্থির মন

সরল জীবন গড়ে,

সবার ভালো করিস যেন

ক্ষতি করিস না রে!

প্রতিটি দিন প্রতিটি ক্ষণ

হোক অনাবিল শান্তির,

হোক অবসান দুঃখ যত-

অবসাদ আর ক্লান্তির।

দিন ও রাতের তফাৎ যেমন

আলোর কাছে 'লিন,

তোর আলোতে কাটুক আঁধার

শুভ জন্মদিন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে