সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পরিত্রাণ

আবরার নাঈম
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
পরিত্রাণ

বুকে জমিয়ে রাখা ভালোবাসা

ফুরিয়ে এলে-বুঝে নেব আমার থেকে

পরিত্রাণ পেতে চাওর

বিনা কৈফিয়তে বিদায় দেব হাসিমুখে।

আমার হৃদয় শহর বিরান হোক।

একথা বলা নিজেকে প্রবোধ দেব-

কারো উপকারে না এলেও ক্ষতি বা কষ্টের কারণ হইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে