শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

এসো প্রিয় প্রজাপতি ওড়া বিকেলে

সোমা মুৎসুদ্দী
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এসো প্রিয় প্রজাপতি ওড়া বিকেলে

এসো প্রিয় প্রজাপতি ওড়া বিকেলে ঘাসফুলের মায়ায়

নয়তো সাদা বক হয়ে, জারুল গাছের ছায়ায়।

1

আমাদের কবিতাগুলো এসো গুছিয়ে নেই

ভালোবাসার রঙিন মলাটে বাঁধব বলে

আমাদের সুখগুলো আজ কুড়িয়ে নেই

তোমার সাথেই ঘর বাঁধব বলে

তুমি আমার এক আকাশ অভিমান ভেঙে

কাছে আসার গল্প

আমাদের ভালোবাসাও বিশাল এক সমুদ্র

তাতে জল নয় মোটেও অল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে