ভালোবাসি তোমায়
লাল আবীরের বিকেল আমার, হাওয়ায় মাখা;
তোমার পরার সিঁথির সিঁদুর, কোথায় রাখা।
কোথায় তোমার কলাবতী? রক্তজবার গল্প তুলে
চললে কোথায়? কোন অজানায় মনের ভুলে?
কে দিবে সুর তোমার গানে, খুব গোপনে? কানে কানে?
কত্ত ভালোবাসি তোমায়, নির্ভাবনায় কেউ না জানে।
জানলে জানুক, কাছে টানুক, ভালোবাসা যেথায় রাখা;
পরিয়ে দিব সিঁথির সিঁদুর, আবীর বিকেল হাওয়ায় মাখা।
অনেক কথা বলার ছিল
অনেক কথাই বলার ছিল, অনেক কথার মালা;
বলার আগেই ভাঙলো আমার কথায় সাজা ডালা।
বয়স এখন শত্রম্ন আমার, শত্রম্ন স্মরণ শক্তি;
সব ভুলে যাই এক পলকে, নাই মনে প্রেম ভক্তি!
মনের কথা মনের ভিতর, কোথায় হারায়, কোন বনে?
কেউ খোঁজে না, কেউ বোঝে না, হারায় কথা কার মনে?
অনেক কথাই বলার ছিল, অনেক কথার মালা!
বয়স, স্মরণ শক্তি সকল ভাঙল কথার ডালা